ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ

  16-10-2018 04:13PM

পিএনএস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ২৬ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত কয়েক বছরের তুলনায় 'ঘ' ইউনিটে এই পাসের সংখ্যা দ্বিগুণ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফল প্রকাশ করেন। এসময় 'ঘ' ইউনিটের সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৭০ হাজার ৪৪০জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী। পাসের হার ২৬ দশমিক ২১ শতাংশ।

গত তিন বছরে 'ঘ' ইউনিটে পাসের হার পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫-১৬ সেশনে পাসের হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ, ২০১৬-১৭ সেশনে ছিল ৯ দশমিক ৮৩ শতাংশ, ২০১৭-১৮ সেশনে 'ঘ' ইউনিটে সম্মিলিত পাসের হার ছিল ১৪ দশমিক ৩৫ শতাংশ।

বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট(admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।

এনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন