আজ রুয়েটের ভর্তি পরীক্ষা

  21-10-2018 02:44AM

পিএনএস ডেস্ক :রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ রবিবার। আগামী ৩১ অক্টোবর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

২০ অক্টোবর, শনিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তিনটি অনুষদের অধীন মোট ১৪টি বিভাগে ১ হাজার ২৩৫টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব আসনের জন্য মোট আবেদন জমা পড়েছে ৮ হাজার ৮৮৪টি। এর মধ্যে ৭ হাজার ৪৮৮টি প্রবেশপত্র উত্তোলন করেছেন শিক্ষার্থীরা। এই হিসাবে আসনপ্রতি ছয়জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন।

‘ক’ ও ‘খ’ এই দুইটি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে ‘ক’ গ্রুপে ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষায় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৬ হাজার ৮৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ‘খ’ গ্রুপে ৩৫০ নম্বরের লিখিত ও ১০০ নম্বরের মুক্ত হস্ত অংকন পরীক্ষায় সকাল ৯টা থেকে বেলা ১২টা ১০মিনিট পর্যন্ত ৬০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

ভর্তি পরীক্ষার বিস্তারিত পাওয়া যাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন