জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রকাশ্যে নকল

  09-11-2018 07:51AM



পিএনএস ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে ৩টি পরীক্ষা কেন্দ্রে ২০১৮ খ্রি: শিক্ষা বর্ষের জেএসসি ও জেডিসি সাধারণ গণিত পরীক্ষায় প্রকাশ্যে নকলের চিত্র দেখা যায়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় সাধারণ গণিত পরীক্ষা শুরু হলে ২০ মিনিট পরে কেন্দ্রের বাহিরে অনেকের হাতে উত্তর পত্রে চিরকুট পাওয়া যায়। সাংবাদিকদের উপস্থিতি টেরপেয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা।

পরে সরজমিনে পরীক্ষা কেন্দ্রের বাহিরে গিয়ে দেখা যায় পরীক্ষার্থীদের অভিভাবকরা নকলের চিরকুট পরীক্ষা কেন্দ্রের রুমের ভিতরে দিচ্ছে।

পরীক্ষার্থীরা প্রকাশ্যে পরিদর্শক শিক্ষকদের সামনে নকল পেয়ে উত্তর পত্র খাতায় লেখে ও কক্ষ পরির্দশকের সামনে একে অপরের দেখা দেখি করে। এমনটি ঘটনাঘটেছে খোশ বাজার এস.ডি কামিল মাদ্রাসা, কুমারপুর উচ্চ বিদ্যালয় ও ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ে।

ঘটনার বিষয়ে খোশ বাজার এসডি কামিল মাদ্রাসার কেন্দ্র সচিব মুহা: খায়রুজ্জামান কাছে জানতে চাইলে বলেন, আমাদের কেন্দ্রে মাত্র ১ জন পুলিশ থাকায় কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। আমরা স্থানীয় চেয়ারম্যানের কাছে ২ জন গ্রাম্য পুলিশ নিয়েছি তবে নকলের কোন ঘটনা ঘটেনি।

কুমারপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ইলিয়াস আলী বলেন, আমাদের কেন্দ্রে নকলের কোন ঘটনা ঘটেনি। বাহিরের কিছু লোকজন সমস্যা করতেছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদ বলেন, আমি ঘটনার পরিস্থিতি দেখে ব্যবস্থা নিবো।

গোপন সূত্রে জানা যায়, পরীক্ষা কেন্দ্র গুলোর কিছু কক্ষ পরিদর্শক শিক্ষকদের যোগসাজসে পরীক্ষা শুরু হওয়ার পর প্রশ্নপত্র গোপনে বাহিরে সরবারাহ করে পরে প্রশ্ন পত্র পেয়ে উত্তর চিরকুটে লিখে কেন্দ্রে পৌঁছে দেয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন