জাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উপাচার্য বিরোধী শিক্ষকদের

  13-11-2018 10:08PM

পিএনএস, মো. ফারুক হোসেন (জাবি প্রতিনিধি) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছে।

উপাচার্য বিরোধী হিসেবে পরিচিত শিক্ষকদের এই অংশটি মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয়। বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অফিসে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

এই সময় লিখিত বক্তব্যে গ্রুপটির সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘অনির্বাচিত ভিসি একের পর এক অ্যাক্ট-সংবিধি-অধ্যাদেশবিরোধী ও স্বৈরাচারী কর্মকা- করেই যাচ্ছেন। তিনি শিক্ষক লাঞ্ছনা, বিধি লঙ্ঘন করে নির্বাচিত সিন্ডিকেট সদস্য, ডিন ও প্রভোস্টগণকে অব্যাহতি দিয়ে তল্পিবাহক ডিন-প্রভোস্ট নিয়োগ দিয়েছেন। বিভিন্ন পদে কর্মরত শিক্ষকদের অশোভন উপায়ে অব্যাহতি প্রদান করেছেন।’

তিনি আরো বলেন, ‘অবাদ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে শত শত অযোগ্য ব্যক্তিকে বিশ্ববিদ্যলয়ে এডহকে নিয়োগ দিয়েছেন। মিথ্যে ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি করে সম্মানিত শিক্ষকদের হয়রানি করছেন। অকারণে শিক্ষকদের পদোন্নতির আবেদন গ্রহণ করছেননা। এছাড়া নির্বাচিত সিনেট সদস্যগণকে অপমানসহ বিভিন্ন বিতর্কিত কর্মকা- ও সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন।’

তিনি শিক্ষার্থীদের বিভিন্ন অবস্থা তুলে ধরেন, প্রশাসনের সৃষ্ট সেশনজ্যাম আজ বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করছেননা। এমন অবস্থায় আমারা দেখছি প্রিয় প্রতিষ্ঠানটি গভীর সংকটে পড়েছে। তাই অনির্বাচিত ভিসির স্বেচ্ছাচারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা কর্মচারী।

এই সময় তিনি সকলকে আন্দোলনের আহ্বান জানিয়ে বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ে এই অবস্থা চলতে দেয়া যায়না। আমরা এ-বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কমানা করছি। পাশাপাশি এ অবস্থার বিরুদ্ধে আগামী কয়েকদিনের মধ্যে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। এবার আন্দোলনে নামলে আমরা আর ফিরবোনা, আমাদের দাবি পূরণ করেই আমরা ফিরে যাব। আমারা যদি সত্যের পক্ষে থাকি তাহলে জয় আমাদের হবেই।’

এদিকে উপাচার্যপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদ’ গত ৮ তারিখ এক সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের যে কোন সমস্যা নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান। কিন্তু সেই আলোচনার আহ্বান প্রত্যাখান করে ভিসি বিরোধী শিক্ষকদের গ্রুপটির সম্পাদক বলেন, ‘যারা আমাদের শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে, তাদের সাথে আমরা আলোচনায় বসতে পারিনা। তাই আমরা মনে করছি গত ১৭ এপ্রিলের ঘটনার পর তাদের সাথে আলোচনায় বসার মত পরিবেশ নেই। আমরা আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি আদায় করে নিব।’

এসময় অন্যান্যের মধ্যে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন