বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  15-11-2018 06:04PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস)সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৮ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে বাকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন ‘Training on Food safety & Research Reporting’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

ইন্টার ডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএসএফ) শ্রেণিকক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইআইএফএসের পরিচালক অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারি। এতে প্রধান অতিথি হিসেবে বাকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ জসিমউদ্দিন খান ও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান খোকন উপস্থিত ছিলেন।

কর্মশালায় কোর্স কো-অর্ডিনেটরের দ্বায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. এ. এস. মাহফুজুল বারি ও প্রফেসর ড.হারুন অর রশিদ।

দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত ১৬ জন সাংবাদিক ওই কর্মশালায় অংশগ্রহণ করেন বলে বাকৃবিসাস সূত্রে জানা গেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন