বেরোবিতে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবি জাবিসাস’র

  17-11-2018 08:08PM

পিএনএস, মো. ফারুক হোসেন (জাবি প্রতিনিধি) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর যুগান্তরের প্রতিনিধি রাব্বি হাসান সবুজের ওপর হামলাকারীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। শনিবার সংগঠনটির সভাপতি নুর আলম হিমেল ও সাধারণ সম্পাদক নিলয় মামুন এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে তারা বলেন,‘আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, শুক্রবার রাতে সহপাঠিসহ সাংবাদিক রাব্বি হাসান সবুজ বিজয় সরনীতে অবস্থান করছিলেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সেখানে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও আশালীন মন্তব্য করতে থাকে। তারা এর প্রতিবাদ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা রাব্বি হাসানকে মারধর করে। এতে রাব্বি হাসান গুরুতর আহত হয়। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি উদ্বিগ্ন। সাংবাদিক মারধর অনাকাক্সিক্ষত ও ন্যাক্কারজনক। ভবিষ্যতে কেউ যেন সংবাদকর্মীদের ওপর এরূপ হামলা না করতে পারে সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পদক্ষেপ নেয়ার জোর দাবি জানাচ্ছি।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন