প্রথমবারের মতো জবির সমাবর্তন হচ্ছে

  14-01-2019 02:10AM

পিএনএস ডেস্ক: প্রথমবারের মতো সমাবর্তন হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। চলতি বছরের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এ সমাবর্তন হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কমিটির চতুর্থ সভার কার্যবিবরণীতে এ কথা উল্লেখ করা হয়েছে।

কার্যবিবরণীতে বলা হয়, ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ থেকে ২০১১-২০১২ শিক্ষাবর্ষ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। প্রথম সমাবর্তন ভেন্যু হবে পুরান ঢাকার ধূপখোলায় বিশ্ববিদ্যালয়টির খেলার মাঠে।


সমাবর্তনে অংশগ্রহণ করার জন্য আগ্রহীদের আগামী ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে আড়াই হাজার টাকা।

যদিও গত বছরের ২৪ সেপ্টেম্বর জানানো হয়েছিল যে, কেরানীগঞ্জে জবির নতুন জায়গায় ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। জবির প্রথম সমাবর্তন আয়োজনের জন্য গঠিত কমিটি এ সিদ্ধান্ত নিয়েছিল। ১৮ সেপ্টেম্বর জবির প্রথম সমাবর্তনের জন্য এ কমিটি গঠন করা হয়। এখন এ বছরের অক্টোবরে সমাবর্তন আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হলো।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন