রাবিতে পাখি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু

  21-01-2019 04:50PM

পিএনএস, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিযায়ী পাখি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে চার দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। রাজশাহীর আব্দুল খলিল পন্ডিত ফাউন্ডেশন এ প্রদর্শনীর আয়োজন করেছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। ‘পরিযায়ী বসতি’ শিরোনামে আয়োজিতএই প্রদর্শনীতে জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার আলোকচিত্রী মো. নজরুল ইসলামের ৫০টিরও বেশি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে এক সময় ব্যপক পরযায়ি পাখির সমাগম ঘটতো। কিন্তুনিয়মিত গাছা, প্রাকৃতিক দুযোর্গসহ নানা কারনে এখন আর পরযায়ি পাখি দেখা যায় না। পরযায়ি পাখিদের যে একসময় এ প্রচুর সমাগমন ঘটতো বিষয়টি জানানের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করতে এ আয়োজন।

প্রদর্শনী সম্পর্কে আলোকচিত্রী নজরুল ইসলাম বলেন, ‘২০১৪ সালের শুরুর দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপকহারে পরিযায়ী পাখির আগমন ঘটেছিল। পাখিগুলো ক্যাম্পাসের নারকেল, তাল, সুপারি, আমসহ শতাধিক গাছে বসতি গড়ে তুলে ছিল। কিন্তু প্রাকৃতিক দূযোর্গের কারনে এখন আর ক্যাম্পাসে পরযায়ি পাখি দেখা যায় না। তাই সেসময়ের পরিযায়ী পাখির বসতির খন্ড খন্ড প্রামাণ্যচিত্র তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন