বেরোবি উপাচার্যের ফেসবুক হ্যাকড

  15-02-2019 12:25AM

পিএনএস ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর ফেসবুক আইডি হ্যাক হয়েছে। হ্যাক করার পর তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অশ্লীল পোস্ট শেয়ার দিয়েছে হ্যাকাররা।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপাচার্য বিষয়টি বুঝতে পারলে তার অন্য একটি ফেসবুক আইডি থেকে ‘পুরাতন আইডি’ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেন।

আইডি হ্যাক নিয়ে দুঃখ প্রকাশ করে উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ পোস্টে লেখেন- ‘আমার আগের ফেসবুক অ্যাকাউন্ট ‘নাজমুল আহসান কলিমউল্লাহ’ যা আমি আর ব্যবহার করি না, তা হ্যাক করা হয়েছে। আপনি ওই অ্যাকাউন্ট থেকে অদ্ভুত কিছু পেলে, আমি যে জন্য ক্ষমাপ্রার্থী।’

এ ব্যাপারে কথা বলতে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। তবে তার একান্ত সচিব মো. আমিনুর রহমান বলেন, ফেসবুক আইডিটি উদ্ধারে কাজ চলছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন