ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা

  18-02-2019 04:46PM

পিএনএস ডেস্ক :২৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। আর এ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) স্বতন্ত্রভাবে প্যানেল ঘোষণা করেছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জাসদ ছাত্রলীগের সভাপতি শাহজাহান আলী সাজু।

আগামী ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মাহফুজুর রহমান রাহাত এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে শাহরিয়ার রহমান বিজয়ের নাম ঘোষণা করা হয়।

২৫ সদস্যের এ প্যানেলের অন্যরা হলেন: সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নাঈম হাসান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক শিরিন আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তন্ময় কুমার কুণ্ডু, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ফজলে এলাহী জিসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত রাহী, সাহিত্য সম্পাদক আদনান হোসেন অনিক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রোমান, ক্রীড়া সম্পাদক মাহবুবর রহমান হাবিব, ছাত্র পরিবহন সম্পাদক এহসানুল হক হিমেল, সমাজসেবা সম্পাদক আল আমিন সিকদার।

সদস্য পদে, সাদেকুর রহমান সাগর, মশিউর রহমান জারিফ, সংগ্রামী মোহন উচ্ছাস, আশরাফুল আলম ফাহিম, নাবিদ নেওয়াজ , শফিক আরেফিন, আরাফাত আহমেদ নাইম, রিফাত বিন মোক্তাসিম আহমেদ, তৌফিক আহমেদ, শাকিব ওয়ালিদ তৌহিদ, রাহাত আরা রুমি, মেহেদী হাসান, এস এস সামিউল বাশার সিদ্দিকী পার্থ।

এসময় তারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: হলগুলোকে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে, ৩০ বছর বয়সসীমার মধ্যে যেসব শিক্ষার্থী আছেন তাদের ভর্তি হওয়ার সুযোগ দিতে হবে, প্রার্থী চূড়ান্ত হওয়ার পর নির্বাচনি প্রচার শর্ত শিথিল করতে হবে, কোনও শিক্ষার্থীকে জোর করে মিছিল-মিটিং, গেস্টরুম বা গণরুমে নির্যাতন করলে সেই ছাত্র সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সহাবস্থান নিশ্চিত করতে নির্বাচন অন্তত ১৫ দিন পিছিয়ে দিতে হবে ইত্যাদি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন