রাবিতে পাওয়া যাচ্ছে অর্পণ আদনান’র লাল খামে ইতি

  18-02-2019 05:30PM

পিএনএস, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নব জাগরণ ফাউন্ডেশন আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে তরুণ লেখক অর্পণ আদানানের লেখা ছোটগল্প সংকলন ‘লাল খামে ইতি’। বইটি প্রকাশ করেছে হৃদিপ্রকাশনী।

বইটিতে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট নিয়ে তিনটি গল্প লেখা হয়েছে। তিনটি গল্পই অতিমাত্রার রোমান্টিকতা থেকে দূরে গিয়ে বর্তমান সমাজ বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

জানতে চাইলে বইয়ের লেখক ও রাবি শিক্ষার্থী অর্পণ আদনান বলেন, ‘তথ্য প্রযক্তির বদলোতে সবাই এখন রোমান্টিক প্রেম ভালবাসার বই লিখালেখি নিয়ে ব্যস্ত । আমি সে জায়গা থেকে কিছুটা দূরে গিয়ে বর্তমান সমাজ প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করেছি।’

প্রসঙ্গত, এর আগে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন