জাবিতে ছাত্রলীগ কর্মীর হাতে হোটেল কর্মচারী মারধরের শিকার

  23-03-2019 10:00PM

পিএনএস, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বটতলার একটি খাবারের দোকানের কর্মচারিকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মার্চ) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী তৌফিক আহমেদের বিরুদ্ধে বটতলার নুরজাহান হোটেলের কর্মচারী রমজান আলীকে মারধরের এই অভিযোগ উঠে। অভিযুক্ত তৌফিক আহমেদ বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে নুরজাহান হোটেল থেকে কেনা খাবার খেয়ে তৌফিকের বান্ধবী অসুস্থ্য হয়ে পড়েন বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে কথা বলতে শনিবার দুপুরে তৌফিক হোটেলে যান এবং হোটেলের মালিক মো. ফরমান খানের সঙ্গে হোটেলের সামনে কথা বলছিলেন।
এক পর্যায়ে দোকানের কর্মচারী রমজান আলী কাস্টমার ডাকতে সেদিকে গেলে তৌফিক তাকে চড়-থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে অন্য দিকে সরিয়ে দেন। এ সময় তিনি গালি-গালাজও করেন।

মারধরের শিকার রমজান আলী বলেন, কার কাছে বিচার দিবো? কে এর বিচার করবে? এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের কোন বিচার হয় না।

অভিযুক্ত তৌফিক আহমেদ বলেন, ‘এ রকম কোন ঘটনাই ঘটেনি। আমি তাকে মারধর করবো কেন? দোকানের মালিকরে জিজ্ঞাসা করলে জানা যাবে আমি রমজানকে মারিনি।’

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘কর্মচারীদের গায়ে হাত তোলাটা কাম্য নয়। এরকম কোন ঘটনা ঘটে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘এরকম কোন ঘটনা এখনো শুনিনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন