সব বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আমরা অংশ নেব: ভিপি নূর

  26-03-2019 12:53PM

পিএনএস ডেস্ক :দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বাংলাদশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক ও ডাকসুর ভিপি নুরুল হক নূর।

তিনি বলেছেন, ‘আমরা আশা করি সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন গুলো অনুষ্ঠিত হবে। আর যেহেতু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমরা কাজ করছি, সেহেতু শিক্ষার্থীদের মাঝে আমাদের একটা গ্রহণযোগ্যতা আছে। তাই আমরা সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিব। সাধারণ শিক্ষার্থীরাও তা চায়।’

মঙ্গলবার (২৬ মার্চ) স্মৃতিসৌধে ফুল দিতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি।

এই সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভিপি বলেন, ‘আমি রাতে অসুস্থ থাকায় ডাকসুর পুরো প্যানেলের সাথে আসতে পারি নাই। এছাড়া রাত আড়াইটা বাজে ডাকসুর প্যানেল এসেছিল। কিন্তু আমি যেহেতু ক্যাম্পাসের বাইরে থাকি তাই এত রাতে আমরা নিরাপত্তারও একটা ব্যাপার ছিল। এখন আমি আমার সংগঠনের সাথেও ফুল দিয়েছে, ডাকসুর পক্ষ থেকেও ফুল দিয়েছি।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন