মুক্তিসংগ্রাম উৎসবে জাবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  26-03-2019 02:27PM


পিএনএস, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট তিনটি ক্যাটাগরিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জাতীয়ভাবে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, আন্তর্জাতিকভাবে এই দিবস গণহত্যা দিবস পালনে জাতীয় সংসদে গৃহীত সর্বসম্মত প্রস্তাবকে সমর্থন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের তিন দিনব্যাপী আয়োজনের ২য় দিন আজ।

শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ছাড়াও আজ বেলা ৩টায় জহির রায়হান মিলনায়তনে রয়েছে মুক্তিসংগ্রাম চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া বেলা ৫ টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে আলোচনা অনুষ্ঠান ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন