শেকৃবিতে দুই আঞ্চলিক গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

  10-04-2019 02:13AM

পিএনএস ডেস্ক: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) উত্তর ও ময়মনসিংহ দুই আঞ্চলিক গ্রুপের মধ্য দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে সংঘর্ষে শেরেবাংলা হলের প্রবেশদ্বারে ময়মনসিংহ অঞ্চলের সিফাত নামের একজন শিক্ষার্থী আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকান্দার আলী, প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সহকারী প্রক্টর, শেরেবাংলা হলের প্রভোস্ট ও নবাব সিরাজ উদ-দৌলা হলের প্রভোস্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তারা উভয় পক্ষের শিক্ষার্থীদের নিয়ে শেরেবাংলা হলের গেস্টরুমে জরুরি সভার মাধ্যমে উদ্ভুত সমস্যা সমাধানের চেষ্টা করেন এবং তদন্ত কমিটি গঠনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এ ঘটনার পরও দুই পক্ষে আবারও সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে শেরেবাংলা হলে কক্ষ ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ, দেশীয় অস্ত্র (রড, পাইপ ইত্যাদি) নিয়ে মহড়া চলতেই থাকে। এতে অন্তত ১৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকান্দার আলী শিক্ষার্থীদের নিজ নিজ কক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান এবং পরদিন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে নিরপেক্ষভাবে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন