লোক প্রশাসন বিষয়কে কলেজে অন্তর্ভূক্তির দাবিতে জাবিতে মানববন্ধন

  10-04-2019 08:29PM

পিএনএস, জাবি প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিষয়ে স্নাতক কোর্স চালুর দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (১০ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের পাদদেশে প্রায় দেড়শ শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মো. সেলিম রেজার সঞ্চালনায় মানববন্ধনে ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম মিলন বলেন, “আমাদের এ দাবিতে আজ সারাদেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করছে। আমরা এখান থেকে লোক প্রশাসনের জন্য বিশেষ চাকুরীর ক্ষেত্র তৈরির দাবি জানাচ্ছি।”

৪৬তম ব্যাচের শিক্ষার্থী খাইরুল কবির মোমেন বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগ চালু করার জন্য ৪১তম বিসিএস থেকেই লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদরকে শিক্ষা ক্যাডারে নিয়াগের ব্যবস্থা করা হোক।”

উল্লেখ্য, গত ৭ এপ্রিল জাবির লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা দাবির পক্ষে ২০০ শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করে। ৮ এপ্রিল দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য অধ্যাপক এম আবুল কাশেম মজুমদারকে আহ্বায়ক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট ‘বাংলাদেশ লোকপ্রশাসন অধ্যয়ন কেন্দ্র' নামে কমিটি গঠন করে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন