হাবিপ্রবিতে গাড়ি চালকদের ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ

  20-04-2019 04:47PM

পিএনএস ডেস্ক : গাড়ির চালকদের নিয়ে দিনব্যাপী সড়ক পরিবহন সংক্রান্ত ট্রাফিক আইন-কানুন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী ইনস্টিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা হয়।

অনুষ্ঠানে আই.আর.টি এর পরিচালক প্রফেসর ড. মো.তারিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক ও ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন প্রফেসর ড. মো.তারিকুল ইসলাম।

এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বাস, মাইক্রোসহ বিভন্ন যানবাহনের প্রায় অর্ধশতাধিক পেশাজীবী গাড়ি চালক অংশগ্রহণ করেন।

আই.আর.টি এর সহকারী পরিচালক মো.শাহজাহান মন্ডল এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার পেশাজীবী গাড়ির চালকদের উদ্দেশ্যে বলেন, আজ-কাল যে দুর্ঘটনাগুলো ঘটছে, সেগুলো অসচেতনার কারণেই ঘটছে। রাস্তা পারাপারে যেমন যাত্রীদেরকে সচেতন থাকতে হবে, তার চেয়েও বেশি একজন গাড়ি চালককে সচেতন হতে হবে। সবাইকে মনে রাখতে হবে একটি দুর্ঘটনা, সারাজীবনের কান্না।

উদ্বোধন শেষে মোটরযান পরিদর্শক মো.তাজুল ইসলাম চালকদের ভিডিও, প্রামান্য চিত্র প্রদর্শন ও দুর্ঘটনা রোধে করনীয় শীর্ষক বিস্তারিত এবং ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) চালকদের ট্রাফিক সাংকেতিক চিহ্ন বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। এছাড়া বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. মো. কোরবান আলী ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন