অধিভুক্ত বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  29-04-2019 01:29PM

পিএনএস ডেস্ক :২০১৯-২০ সেশন থেকে অধিভূক্ত সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় তীব্র যানজটের সৃষ্টি হয় টিএসসি এলাকায়।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১১টায় ছাত্র শিক্ষক কেন্দ্র-টিএসসি’র রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা দাবি করেন, দ্রুত অধিভূক্তি বাতিল করতে হবে, প্রশাসনকে তার ভুল সিদ্ধান্ত উঠিয়ে নিতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেয়া হয়।’

আন্দোলনকারীদের মুখপাত্র থিয়েটার অ্যান্ড পারমফর্মন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহমেদ শরীফ তায়িফ বলেন, ‘আমাদের এ আন্দোলন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে নয় বরং আমাদের আন্দোলন প্রশাসনের একটি ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে। অধিভূক্তির ফলে সাত কলেজের ২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থীর ক্যারিয়ার যেমন ঝুঁকির মুখে পড়েছে, তেমনি ঢাবি শিক্ষার্থীদেরও ক্যারিয়ার ঝুঁকির মুখে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘অধিভূক্তির ফলে আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য আজ হুমকির মুখে। যারা নিজেদের ভার নিতে পারে না তারা সাত কলেজের ভার কীভাবে নিবে?’

আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আরিফ আল মুহিত বলেন, ‘বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জম্ম দেয়নি; বরং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জম্ম দিয়েছে। অধিভূক্তির ফলে আমরা খুবই বিড়ম্বনার শিকার হচ্ছি। দ্রুত অধিভূক্তি বাতিল করতে হবে, নইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থী বসে থাকবে না।’

সংক্ষিপ্ত বক্তব্য শেষে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ভিসি কার্যালয় যায় এবং ভিসি বরাবর স্মারকলিপি প্রদানেরও কথা রয়েছে। এরপর সংবাদ সম্মেলন করে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা দিবেন বলেও জানা যায়।

পূ্র্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল সাড়ে দশটা থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে অবস্থান নিতে থাকেন। এরপর সেখানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী মিলিত হয়ে বিক্ষোভে অংশ নেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন