কুমিল্লা বোর্ডে এসএসসিতে ৪৬৪ জনের ফলাফল পরিবর্তন

  01-06-2019 05:08PM

পিএনএস : কুমিল্লা শিক্ষাবোর্ডে ৪৬৪ জন এসএসসি পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

শনিবার এই ফল ঘোষণা করা হয়। চলতি বছর এই বোর্ড থেকে ১ লাখ ৯৩ হাজার ২৯৭ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। তার মধ্যে পাশ করে ১ লাখ ৬৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী। ফেল করে ২৮ হাজার ৮১৭ জন্য। ফলাফলের পর তাদের মধ্যে থেকে ১৫ হাজার ২৭৮ জন এসএসসি পরীক্ষার্থী মান উন্নয়নের জন্য বোর্ড চ্যালেঞ্জ করে।

চ্যালেঞ্জে ৪৬৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৩জন এবং পাশ করেছে ৮৯জন পরীক্ষার্থী।

কুমিল্লা শিক্ষাবোর্ডের ডেপুটি কন্ট্রোলার মো: শহিদুল ইসলাম বলেন, ফলাফল পরিবর্তনের জন্য ১৫ হাজার ২৭৮ জন এসএসসি পরীক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনে ৩১ হাজার ৮৪টি খাতা পুনরায় নিরীক্ষণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ মে এসএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ হয়। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে তিনটি বিভাগে গড় পাসের হার ৮৭.১৬ শতাংশ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন