অর্ধেকেই থেমে রয়েছে জাবির ফুটওভারব্রিজের কাজ

  17-06-2019 10:05PM

পিএনএস, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জয় বাংলা (প্রান্তিক) ফটকের সামনে নির্মাণাধীন ফুটওভারব্রিজের কাজ দীর্ঘদিন অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। নয় মাসেও শেষ হয়নি গত বছরের অক্টোবরে শুরু হওয়া এ ফুটওভারব্রিজের কাজ।

শিক্ষার্থীরা ঝুকিপূর্ণ এই রাস্তা পারাপারে এতদিনেও ফুটওভারব্রিজ ব্যবহার করতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে।

বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী জামিনুর রহমান বলেন, 'প্রতিদিন এখানে এসে অসম্পূর্ণ ওভারব্রিজটির দিকে তাকিয়ে থাকি। কিন্তু প্রাণের ঝুকি নিয়েই রাস্তা পার হতে হচ্ছে। আমরা চাই দ্রুত এর কাজ সমাপ্ত করে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হোক।'

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন বলেন, 'বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখবো।'

ওভারব্রিজটির ঠিকাদারী প্রতিষ্ঠান কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেডের সাইট ব্যবস্থাপক মোর্শেদ আলম জানান, 'বৈদ্যুতিক তার সরানোর জটিলতার কারণে ওই ফুটওভারব্রিজ স্থাপন কার্যক্রম পিছিয়ে যায়। ছয়মাস সময়ের মধ্যে কাজটি শেষ হবার কথা থাকলেও পল্লী বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে তা সম্ভব হয়নি। পল্লী বিদ্যুৎ বিভাগ যখন বৈদ্যূতিক তার সরিয়ে কাজ করার উপযোগী করবে তখনই আমরা অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারবো।'

এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর (এজিএম ইঞ্জিনিয়ারিং) নিত্যানন্দ কুন্ডু বলেন, বিদ্যুতের খুঁটি সরানোর কাজের সময় ওই এলাকার অনেকাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখতে হবে। তীব্র গরমের কারণে জন ভোগান্তির কথা চিন্তা করে কাজ করতে না পারলেও খুব শীঘ্রই তা করা হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন