ইবির বাজেট ১৩৮ কোটি ১৫ লাখ

  29-06-2019 09:51PM

পিএনএস ডেস্ক : ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিকট থেকে ১৩৮ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বাজেট দাবি ছিল ২২৩ কোটি ৪১ লক্ষ টাকা।

জানা যায়, এটি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত এবং ২০১৯-২০ অর্থবছরের মূল অনুন্নয়ন বাজেট।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহিনুর রহমানের নিকট এ বাজেট হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। শরিবার বিকেল সাড়ে ৩টায় ভিসি কার্যালয়ে এ বাজেট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ১৯৯৫-১৯৯৬ অর্থবছর থেকে ২০১৭-২০১৮ অর্থবছর পর্যন্ত ২৩টি অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি ৭০ কোটি ৪৪ লক্ষ ৮০ হাজার টাকা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন