৭ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আমরণ অনশন

  07-07-2019 01:09PM

পিএনএস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনসহ সাত দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন জবির সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (৭জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে সামনে এই অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।

অনশনরত শিক্ষার্থীদের দাবি, সাত দফা মেনে নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

আন্দোলনের আহ্বায়ক রাইসুল ইসলাম বলেন, আমরা প্রশাসনের মুখের কথা বিশ্বাস করি না। আমাদের সবগুলো দাবি প্রশাসন কতো দিনের মধ্যে বাস্তবায়ন করবে তা সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, সাত দিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমিয়ে মানোন্নয়ন, বাসের ডাবল শিফট চালু, সাত দিনে জকসু আইনের খসড়া করে চার মাসে জকসু নির্বাচন, দুই মাসের মধ্যে ছাত্রী হল চালু, ৭০% শিক্ষক জবি শিক্ষার্থীদের থেকে নিতে হবে, দ্রুত নতুন ক্যাম্পাসের কাজ শুরু করতে হবে, গবেষণায় শর্ত কমানো ও বরাদ্দ বাড়ানো।

এর আগে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন