জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় স্টামফোর্ড বিজয়ী

  08-07-2019 12:13AM


পিএনএস ডেস্ক: ২৩তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড রবিবার বাংলাদেশ টেলিভিশন রামপুরা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের সব বিশ্ববিদ্যালয়। বিতর্কের বিষয় ছিলো ‘বর্তমান প্রজন্মের অনাগ্রহের কারণে আমাদের পূর্বপুরুষের সাহিত্য ভান্ডার আজ অবমূল্যায়িত।’

বিষয়টির পক্ষে অবস্থান করেছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রেজওয়ান আহমেদ রাজিব, সজিবুর রহমান খান, শফিকুল ইসলাম মুন্না এবং বিপক্ষে অবস্থান করেছেন শাহ মাখদুম হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাহিদ, আবুল কালাম ও আমির হামজা।

দুই দলের বির্তক শেষে বিচারকদের রায়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জয়যুক্ত হয় এবং ২য় রাউন্ড সুনিশ্চিত করেন।

সেরা বিতার্কিক যৌথ ভাবে নির্বাচিত হন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দলনেতা শফিকুল ইসলাম মুন্না ও বিপক্ষ দলের দলনেতা আমির হামজা।


স্টামফোর্ড ডিবেট ফোরামের জেনারেল সেক্রেটারী শফিকুল ইসলাম মুন্না বলেন, ‘প্রথমত ছোট বেলা বিটিভিতে বিতর্ক দেখতাম ভালো লাগতো। কখনো ভাবিনি এখানে এসে বিতর্ক করবো। এর জন্য স্টামফোর্ড ডিবেট ফোরামকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। এবং আমি গর্বিত স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ কে এই জাতীয় টেলিভিশন মঞ্চে প্রতিনিধিত্ব করতে পারায়। যেহেতু শ্রেষ্ঠ বক্তা হয়েছি সেহেতু আমি মনে করি এতে বেশি গর্বের কিছু নেই। এখন এই ধারা বজায় রাখাটা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব।’

স্টুডেন্ট কো অর্ডিনেটর সজিবুর রহমান খান বলেন, ‘সামনে আর ভালো কিছু করতে চাই। আশা করি পরের রাউন্ড এ আর ভালো কিছু করবো। বিতর্কের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী বছর জানুয়ারি মাসে।’

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন