ডেঙ্গুতে ঢাবির আরো এক শিক্ষার্থীর মৃত্যু

  11-08-2019 09:42PM

পিএনএস ডেস্ক : মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিফাত হোসাইন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা তিনি মারা যান। ঢাবির প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

রিফাত হোসাইন বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ড. একেএম গোলাম রব্বানী জানান, ডেঙ্গু ধরা পড়ায় রিফাত তার গ্রামের বাড়ি গাজীপুরের একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ঈদের আগের দিন তার মৃত্যু হলো।

তিনি আরো জানান, রিফাতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ নিয়ে তার পরিবারে কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন