দুর্নীতির প্রতিবাদে ‘গানের মিছিল’

  13-09-2019 02:38AM



পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে সাম্প্রতিক সকল দুর্নীতির প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে ক্যাম্পাসে ‘দুর্নীতিবিরোধী গানের মিছিল’ করেছে দুর্নীতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্চ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রতিবাদী গান গেয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা।

তারা নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা, ছাত্রলীগ নেতাদের অবৈধভাবে ভর্তির সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও চিরকুটের মাধ্যমে অবৈধভাবে ভর্তি হওয়া ডাকসু নেতাদের পদত্যাগের দাবি করেন।
পদত্যাগ না করা পর্যন্ত তারা বিভিন্ন ধরনের কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান।

দুর্নীতিবিরোধী গানের মিছিলে অংশ নেন তাসলিমা হোসাইন নদী, শাখাওয়াত ফাহাদ, সৌমক সাহা, ধ্রুব, মুনিরা দিলশাদ, ইলা মিত্র, প্রত্নপ্রতিম মেহেদী, তামিম রাদ প্রমুখ।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন