জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মহড়া

  26-09-2019 08:28PM

পিএনএস ডেস্ক : গণতন্ত্র পুনরুদ্ধার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেগম খালেদা জিয়ার নামফলক পুনরায় স্থাপন জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান কর্মসূচি এবং মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জবি শাখা ছাত্রদলের ১৫-২০ জন নেতাকর্মী এ মহড়ায় অংশগ্রহণ করেন। এ সময় তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় অবস্থান নেন।

জবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, অবিলম্বে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দিতে হবে। না হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে মুক্তি দিতে সরকারকে বাধ্য করবো। এ ছাড়া আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপনকারী নামফলক আগামী দুই দিনের মধ্যে পুনরায় স্থাপন করতে হবে। তা নাহলে ক্যাম্পাস ধর্মঘটের মতো কঠোর কর্মসূচির ডাক দেব।

এ সময় জবি শাখা ছাত্রদলের সহসভাপতি এডি এম বাকির জুয়েল, মোস্তাফিজুর রহমান মিলন, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইব্রাহিম কবির মিঠু, ইমরান হোসেন পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত ৯ টার দিকে দ্বিতীয়বারের মতো নামফলকটি ভাঙচুর করা হয়। এর আগে ২০১৭ সালের জুনে প্রথম ভাঙা হয়েছিল নামফলকটি। পরে শাখা ছাত্রদলের ক্যাম্পাসে মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার একদিন পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ফের নতুন নামফলক স্থাপন করে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন