শাবিপ্রবিতে ১০ দিনব্যাপী বই উৎসব

  13-10-2019 02:49PM


পিএনএস ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন' এর উদ্যোগে 'KIN বই উৎসব ২০১৯' শিরোনামে ১০ দিনব্যাপী বই উৎসব শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় কেক কেটে এই বই উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

জানা যায়, মেটাস্ট্যাটিক কার্সিনোমা ক্যান্সারে আক্রান্ত সিএনজিচালক আব্দুল জব্বারের চিকিৎসায় সহযোগিতা করার জন্য এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবটিতে অন্বেষা, অন্যপ্রকাশ, প্রথমা, রোদেলা, বাতিঘর, ঐতিহ্য, অনন্যা, অনুপমসহ দেশের ১৬টি প্রকাশনীর বই পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ ছাড়া শুক্রবার ও শনিবার বিকাল ৩টা শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

সংগঠনটির সভাপতি নাফিজ ইমতিয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নৈলি সাইনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, শিক্ষক সমিতির সভপতি ড. এস এম সাইফুল ইসলামসহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন