কুষ্টিয়া সরকারি কলেজে আবরারের ভাই

  17-10-2019 07:41PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ফায়াজের বাবা বরকত উল্লাহ কলেজে যান। কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিক ফায়াজকে ভর্তি করে নেয়।

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির বলেন, বেলা তিনটার দিকে ফায়াজের বাবা কলেজে এসে কাগজপত্র জমা দিলে তাৎক্ষণিক ফায়াজকে ভর্তি করে নেওয়া হয়।

তিনি বলেন, এখন থেকে এখানেই পড়াশোনা করবে ফায়াজ। তার পড়াশোনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কলেজ ক্যাম্পাসে তার নিরাপত্তার দিকটিও দেখা হবে।

ফায়াজের বাবা বরকত উল্লাহ বলেন, ফায়াজ অসুস্থ থাকায় আমিই তার কাগজপত্র নিয়ে এসেছি। কাগজপত্র দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ ভর্তি করে নিয়েছে।

গত ৬ অক্টোবর শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ভাইয়ের এ ঘটনার পর ফায়াজ ঢাকায় পড়তে অনীহা প্রকাশ করে। সে ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত ১৫ অক্টোবর সে ঢাকা কলেজ থেকে ছাড়পত্রের জন্য আবেদন করে। ওইদিনই বিশেষ ব্যবস্থায় তাকে ছাড়পত্র দেয় কলেজ কর্তৃপক্ষ।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন