ঢাবি ‘ক’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল রবিবার

  19-10-2019 04:15PM

পিএনএস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল রবিবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২০ সেপ্টেম্বর এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা গত ১৪ সেপ্টেম্বর ও অংকন অংশের পরীক্ষা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এ বছর ‘ক’ ইউনিটের এক হাজার ৭৯৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ছিল ৮৮ হাজার ৯৭০ জন। এছাড়া ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে সাধারণ অংশের পরীক্ষায় অংশ নেয় ১৫১১জন শিক্ষার্থী।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন