ছাত্রই একখান ১০০ নম্বরে পেয়েছেন দেড়খান

  03-11-2019 12:12AM



পিএনএস ডেস্ক: ‘ছাত্রই একখান, ১০০ নম্বরের মধ্যে নম্বর পেয়েছেন মাত্র দেড়খান।’ স্বাস্থ্য অধিদফতরের একজন শীর্ষ কর্মকর্তা কৌতুকচ্ছলে ডেন্টাল কলেজের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার ফলাফলে একজন শিক্ষার্থীর সর্বনিম্ন ১ দশমিক ৫ নম্বর পাওয়ার কথা জানান।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই শিক্ষার্থী সম্ভবত আন্দাজের ওপর প্রশ্নের উত্তর দিয়েছেন। নেগেটিভ মার্কিং থাকায় তিনি সর্বনিম্ন নম্বর পান। ওই কর্মকর্তা আরও জানান, সর্বনিম্ন নম্বরপ্রাপ্ত শীর্ষ আরও ৯জন শিক্ষার্থী পান যথাক্রমে ৫ দশমিক ২৫, ৫ দশমিক ৫০, ৬ দশমিক ২৫, ৬ দশমিক ৭৫, ৭, ৭, ৮ দশমিক ৫০, ৯ ও ৯ নম্বর।

যেকোনো পরীক্ষার ফলাফল ঘোষণার পর শিক্ষার্থী ও অভিভাবক সবার মাঝেই সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী কে তা জানার ব্যাপক আগ্রহ থাকে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ডেন্টাল মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ১০০ নম্বরের এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন) পদ্ধতিতে গ্রহণ করা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সর্বমোট ১৯ হাজার ৭৮৮ জন শিক্ষার্থীর মধ্যে ন্যূনতম পাস নম্বর ৪০ পেয়েছেন ১৭ হাজার ৫১৭ জন।

তবে ১০০ নম্বরের মধ্যে সাধারণ আসনে ৯২ দশমিক ৫০ নম্বর, সংরক্ষিত মুক্তিযোদ্ধা কোটায় ৮৫ দশমিক ২৫ এবং পশ্চাদপদ জনগোষ্ঠী কোটায় সর্বোচ্চ ৭৯ নম্বর পান। শীর্ষ নম্বরপ্রাপ্ত আরও ৯ জন শিক্ষার্থী পান যথাক্রমে ৯০, ৮৮, ৮৮, ৮৭, ৮৬ দশমিক ৭৫, ৮৬ দশমিক ৫০, ৮৬ দশমিক ৫০, ৮৬ দশমিক ৫০, ৮৬ দশমিক ২৫।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন