ইবির ‘এ’ ইউনিটে ফল প্রকাশ

  13-11-2019 06:11AM

পিএনএস ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে পাসের হার ২৫ শতাংশ।

মঙ্গলবার সন্ধ্যা ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীর কার্যালয়ে তার কাছে আনুষ্ঠানিকভাবে এ ফল হস্তান্তর করেন সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীরা।

এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ১৮৮০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মোট কৃতকার্য হয়েছেন ৪৬৪ শিক্ষার্থী। গত ৪ নভেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বিভাগে ২৪০ আসনের বিপরীতে ২২২৩ শিক্ষার্থী ভর্তির আবেদন করেন।

ইউনিটের ফল ও এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে ফল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড.লোকমান হোসেন, প্রফেসর ড. আকবার হোসাইন, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ড. পরেশ চন্দ্র বর্ম্মণ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন