চবিতে ভর্তি পরীক্ষার ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি

  14-11-2019 08:47PM

পিএনএস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিষয়ে ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এ তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৭ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়। নীতিমালা অনুযায়ী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অযোগ্য হলেও উচ্চ মাধ্যমিকে মানোন্নয়ন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অনেকে অংশ নেয়।

এ ছাড়াও আরও কিছু বিষয়ে ত্রুটির অভিযোগও ওঠে। এ নিয়ে তদন্তের জন্যই এ কমিটি গঠন করা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. অঞ্জন কুমার চৌধুরীকে আহ্বায়ক, উচ্চশিক্ষা ও গবেষণা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে সদস্য সচিব এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইকবাল আহমেদ ও সহকারী প্রক্টর ড. হানিফ মিয়াকে সদস্য করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন