ইবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

  17-11-2019 12:24PM


পিএনএস ডেস্ক: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান কোর্সের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল শনিবার রাতে প্রকাশিত হয়েছে। ইবি ভিসি অধ্যাপক এম হারুন-উর-রশীদ আকসারি রাত ৮টার দিকে তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন ইবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ‘সি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক জাকারিয়া রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক কাজী আক্তার হোসেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস শহীদ মিয়া এবং প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ।

অধ্যাপক জাকারিয়া ইউএনবিকে জানান, ভর্তি পরীক্ষায় অংশ নেয়া মোট ৮,৯৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৯২৯ জন সফল হয়েছেন।

ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। সূত্র : ইউএনবি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন