ভিপি নুরের ওপর হামলার মূল হোতা ‘সন্ত্রাসী’ রাব্বানী: ইমরান এইচ সরকার

  23-12-2019 10:29PM

পিএনএস ডেস্ক: ডাকসু ভিপি নুরের ওপর হামলার জন্য চাঁদাবাজিসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত হওয়া ডাকসু জিএস গোলাম রাব্বানীকে দায়ী করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

রাব্বানীকে সন্ত্রাসী আখ্যায়িত করে নুরদের হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে একটি স্ট্যাটাস দেন ইমরান এইচ সরকার।

ওই স্ট্যাটাসে গণজাগরণ মঞ্চের এ নেতা লেখেন, ‘দুর্নীতির দায়ে বহিস্কৃত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর গতকালের বক্তব্য দেখলাম। তার সাফ কথা, “নুর আহত নাকি নিহত, ইট ডাজেন্ট ম্যাটার”। বরং যারা এই ন্যক্কারজনক হামলা করেছে তারা ঠিক কাজ করেছে।’

ইমরান বলেন, ‘এই বক্তব্য থেকে কি পরিস্কার নয় যে গতকাল নুরদের হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছিল এবং এই হামলার মূলহোতা গোলাম রাব্বানী?? এই সন্ত্রাসীকে কি এখনো গ্রেফতার করা হয়েছে?’

এর আগে রোববার রাতে ডাকসু ভিপি নুরের ওপর হামলাকারীরা এই সময়ের রাজাকার বলে মন্তব্য করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, ‘মুক্ত-স্বাধীন, সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে এসব অপশক্তির বিচার একদিন হবেই।’

গতকাল রোববার ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগ ও মুক্তযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলা চালানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চত্বরে সাংবাদিকদের এ কথা বলেন রাব্বানী।

ওই হামলার বিষয়ে রাব্বানী পাল্টা অভিযোগ করেন, নুর দেশিয় অস্ত্র ও বহিরাগতদের নিয়ে মারামারিতে জড়িয়েছেন।

গোলাম রাব্বানী বলেছেন, ‘নুর আহত নাকি মারা গেছে– ডাজ নট ম্যাটার। আর ডাকসুতে ঢুকতে দেয়া হবে না।’

সূত্র: যুগান্তর

পিএনএস/এএ


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন