ধর্ষণের শিকার ছাত্রীর চরম অভিজ্ঞতা হলো: ঢাবি ভিসির মন্তব্য

  13-01-2020 03:42PM

পিএনএস ডেস্ক:রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর জীবনে এক চরম অভিজ্ঞতা হয়েছে বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ভিসির এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ঢাবি ও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।

ভিডিওতে দেখা যায় ঢাবি ভিসি বলছেন, ‘মেয়েটিকে সেদিন যেভাবে দেখে গিয়েছিলাম, তার চেয়ে অনেক ভালো। ওর মানসিক শক্তি, ওর কথাবার্তা, ও আমার সঙ্গে অনেক সুন্দর সুন্দর কথা বললো। ছোট একটা গল্প বললাম আমি। জীবনে আরেকটা অভিজ্ঞতা, যে এই ১৯ বছর বয়সে ওর পাশবিক একটা বিরাট কঠিন কঠিনতম চরম একটা অভিজ্ঞতা ওর হলো।’

এর আগে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ঢাবি ক্যাম্পাস যখন উত্তাল তখন (৭ জাুনয়ারি) বঙ্গবন্ধু টিচার্স ক্রিকেট লিগের উদ্বোধন করেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি। বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মধ্যে উপাচার্যের ক্রিকেট লিগ উদ্বোধনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগে ৭ জানুয়ারি ধর্ষণের প্রতিবাদে উত্তাল যখন ঢাবি, তখন বঙ্গবন্ধু টিচার্স ক্রিকেট লিগের উদ্বোধন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ভিসি
এর আগে ৭ জানুয়ারি ধর্ষণের প্রতিবাদে উত্তাল যখন ঢাবি, তখন বঙ্গবন্ধু টিচার্স ক্রিকেট লিগের উদ্বোধন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ভিসি

উল্লেখ্য ৫ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাসে করে বান্ধবীর বাসায় যাওয়ার সময় ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। বান্ধবীর বাসা শেওড়া হলেও ভুল করে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাস থেকে নেমে যান।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে গলফ ক্লাব সীমানার শেষ প্রান্তে ঝোপের মধ্যে মেয়েটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মজনু নামের এক ‘সিরিয়াল রেপিস্টকে’ গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের দাবি, ওই ছাত্রী গ্রেফতার যুবককে ধর্ষণকারী হিসেবে শনাক্ত করেছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন