ফারুক হত্যার বিচার দাবিতে রাবি ছাত্রলীগের বিক্ষোভ

  08-02-2020 09:22PM

পিএনএস ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার ফারুক হোসেনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা এ বিক্ষোভ করেন।

এ দিন দুপুরে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে একটি শোক শোভাযাত্রা নিয়ে শাহ মখদুম হলের সামনে নির্মিত ফারুকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ফারুকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী ফারুককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ফারুক হত্যার ১০ বছর পেরিয়ে গেলেও আমরা এখনো এর কোন সুষ্ঠু বিচার পাইনি। দ্রুত আমাদের ভাই হত্যার বিচার চাই। এ সময় ফারুক হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামীদের অতি দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, রাবি শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, ফারুকের বোন আসমা বেগম প্রমুখ।

প্রসঙ্গত, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি গভীর রাতে শিবির কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে বিশ্ববিদ্যালয়ে শাহ মখদুম (এসএম) হলের ছাত্রলীগ কর্মী ফারুককে কুপিয়ে হত্যার পর লাশ পার্শ্ববর্তী সৈয়দ আমীর আলী হলের ম্যানহোলে ফেলে দেয়। পরদিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু জামায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত পরিচয় আরো শতাধিক জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে নগরীর মতিহার থানায় হত্যা মামলা করেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন