নিয়োগ পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে বিক্ষোভ

  11-02-2020 05:22PM

পিএনএস ডেস্ক : সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মিছিল শুরু হয়। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের অধিকাংশ গ্রামের কৃষক ও শ্রমিকদের সন্তান। আবেদন ফি অতিরিক্ত হওয়ায় পড়ালেখা শেষ করেও তাঁরা সব চাকরির পরীক্ষায় আবেদন করতে পারছেন না।’ তিনি বলেন, বেসরকারি ব্যাংকগুলোর মতো সব চাকরির আবেদন ফি কমিয়ে ২০০ টাকার মধ্যে আনতে হবে।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী শাকিল উজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পর চাকরির আবেদন করতে গিয়ে আমাদের প্রতারণার শিকার হতে হচ্ছে। অতিরিক্ত আবেদন ফি নির্ধারণ করায় গরিব শিক্ষার্থীরা সব চাকরিতে আবেদন করতে পারছেন না। উন্নত বিশ্বে যেখানে সরকার থেকে বেকারদের ভাতা দেওয়া হয়, সেখানে আমাদের দেশে চাকরির পরীক্ষার নামে বেকারদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন