‘এক বড় না, দুই বড়, সিঙ্গেলদের মন বড়’

  14-02-2020 09:53PM

পিএনএস ডেস্ক : রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মিছিল করেছেন কিছু শিক্ষার্থীরা। ‘শেকৃবি সিঙ্গেল স্কোয়াড’ ব্যানারে তারা এ মিছিল করেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিশ্ব ভালাবাসা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে তারা সমাবেশ করেন। এরপর মিছিল নিয়ে তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

‘শেকৃবি সিঙ্গেল স্কোয়াড’ এর সভাপতি রতন চন্দ্র হালদার ও সাধারণ সম্পাদক ফাতিন ইলহাম নেতৃত্বে এ সময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে সিঙ্গেল স্কোয়াডের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মীর মো. আলী উপস্থিত ছিলেন।

এ সময় তারা, ‘এক বড় না, দুই বড়, সিঙ্গেলদের মন বড়’, ‘প্রেম ভালোবাসা করব না করব না, বাবার টাকা উড়াব না’, ‘সিঙ্গেল সিঙ্গেল ভাই ভাই, মিঙ্গেলদের ঠাঁই নাই’, ‘যার কোনো প্রেম নাই, তার কোনো পেইন নাই’, ‘প্রেমের নামে প্রহসন- চলবে না, চলবে না’ প্রভৃতি স্লোগান দেন।

এমন আয়োজনের কারণ সম্পর্কে জানতে চাইলে সিঙ্গেল স্কোয়াড সভাপতি রতন চন্দ্র হালদার বলেন, ‘প্রেম করে কেউ সুখী হতে পারে না। প্রেমে শুধু পেইন আর পেইন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, বিশ্বে ৮৮ শতাংশ লোক সিঙ্গেল। এতে প্রমাণিত হয় একটা বড় অংশ প্রেমবঞ্চিত। তাই প্রেমের অধিকার বঞ্চিতদের দাবি আদায়ে আমরা বদ্ধ পরিকর।’

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন