করোনা ভাইরাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মৃত্যু

  07-05-2020 02:02PM

পিএনএস ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. নাজমুল করিম চৌধুরী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।

দেশে করোনা ভাইরাসে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারা গেলেন। নাজমুল করিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন অধ্যাপক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডীন ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, তিনি একজন স্বনামধন্য অধ্যাপক ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ বাংলাদেশ ও ফারইস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান শেখ কবির হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন