এসএসসির ফলাফল সংক্রান্ত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

  30-05-2020 08:38PM

পিএনএস ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষা-২০২০ এর ফলাফল সংক্রান্ত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। এ বছর পরীক্ষার ফলাফল আগামীকাল ৩১ মে সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ঘোষণা করবেন। একই তারিখে সকাল ১১ টায় মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। আগে এই ফলাফলের বিস্তারিত তথ্য ১২টায় প্রকাশের কথা ছিল।

রোববার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এসএসসি ও সমমান পরীক্ষা-২০২০ এর ফলাফল সংক্রান্ত সংবাদ সম্মেলনের বিস্তারিত চিত্র ধারণ করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ সংক্রান্ত নিউজ ও ফুটেজ সব ইলেক্টনিক মিডিয়ায় প্রেরণ করা হবে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ সব তথ্য জানান।

তিনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত নিউজ ও ফুটেজ সব ইলেক্টনিক মিডিয়ায় প্রেরণের পাশাপাশি ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ইমেইল, মেজেঞ্জার ও উইট্রান্সফারে ও প্রেরণ করা হবে। পাশাপাশি ফেইসবুকে লাইভ করা হবে। কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন। বক্তব্য শেষে জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, করোনা মহামারি কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গনমাধ্যম কর্মীদেরকে ব্রিফিং-এর স্থানে না আসার জন্য অনুরোধ করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন