পবিপ্রবিতে সব ধরনের নিয়োগ স্থগিত

  03-12-2020 08:04PM

পিএনএস ডেস্ক : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পর্যায়োন্নয়ন ব্যতীত সব পদের (প্রভাষক, কর্মকর্তা ও কর্মচারী) বাছাই বোর্ডের সভাসহ নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার পবিপ্রবির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত একটি নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়েছে- অত্র বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পর্যায়োন্নয়ন/পদোন্নতি ব্যতীত পবিপ্রবি স্মারক নং পবিপ্রবি/প্রশা-১১৯/ন-০৮/২০/১০৭২ তারিখ-১৮.১০.২০২০খ্রি. ও স্মারক নং পবিপ্রবি/প্রশা-১১৯/ন-০৮/১১৪৩, তারিখ-৩১.১০.২০২০খ্রি. মর্মে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির সব পদের (প্রভাষক, কর্মকর্তা ও কর্মচারী) যাচাই বোর্ডের সভাসহ নিয়োগ প্রক্রিয়া অনিবার্য কারণবশত স্থগিত করা হল।

গত ২৩ নভেম্বর রেজিস্ট্রার ও পরিচালক (হিসাব) পদের নিয়োগ স্থগিত করেছিল দায়িত্বরত রেজিস্ট্রার।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় পারিবারিক ও অবৈধ নিয়োগ স্থগিতের দাবিতে দুমকি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ সিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন