রাবিতে নতুন রেজিস্ট্রার নিয়োগ

  07-01-2021 04:24PM


পিএনএস ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবদুস সালাম। এর আগে গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক আবদুল বারী।

আজ বৃহস্পতিবার অধ্যাপক আবদুস সালামকে পরীক্ষা নিয়ন্ত্রকের পদ থেকে রেজিস্ট্রার পদে স্থানান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউসুফ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে অধ্যাপক আবদুস সালাম চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের অন্য এক আদেশে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন সরকারকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে ১৩ ডিসেম্বর সরকারের এক আদেশে রাবি উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কমিটিকে যথাযথভাবে সহযোগিতা না করার জন্য অধ্যাপক বারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছিল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন