দেশের সব সরকারি প্রাথমিকে হবে শহীদ মিনার

  17-01-2021 07:12AM

পিএনএস ডেস্ক: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে অভিন্ন নকশার শহীদ মিনার তৈরি করবে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার ডিপিই’র মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের দায়িত্ব সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর ওপর ছেড়ে দেয়ায় ম্যানেজিং কমিটি একেক বিদ্যালয়ে শহীদ মিনারের ডিজাইন একেক রকম করেছে। এখন কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি করা হবে। এজন্য কেন্দ্রীয়ভাবে একটি নকশা তৈরি করে সব বিদ্যালয়ে পাঠানো হবে।’

ডিপিই মহাপরিচালক বলেন, অভিন্ন নকশার শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়নে ডিপিই’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং বিভাগীয় সব উপ-পরিচালককে দায়িত্ব দেয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

উল্লেখ্য, সারাদেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন