করোনার টিকা নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

  06-02-2021 09:55PM

পিএনএস ডেস্ক:দেশে করোনাভাইরাসের গণটিকা প্রয়োগের প্রথম দিন টিকা নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানসহ ২০ শিক্ষক। আগামীকাল রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারা টিকা নেবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে আমাদের ২০ জন শিক্ষক ভ্যাকসিন নেবেন। আমাদের শিক্ষকদের অগ্রাধিকার তালিকায় রাখার জন্য সরকারকে ধন্যবাদ।’

উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘পুরো বিশ্ব ভ্যাকসিনেশনের আওতায় যাচ্ছে, আমাদেরও যেতে হবে৷ ব্যক্তি, সমাজ ও জাতির সুরক্ষা অবশ্যই প্রয়োজন। ধাপে ধাপে সকলেই ভ্যাকসিনেশনের আওতায় আসবে।’ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দ্রুত টিকাদান কর্মসূচির আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি।

গণটিকার প্রথম দিন টিকা নিতে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এদিন সারা দেশের এক হাজার পাঁচটি টিকাকেন্দ্রে শুরু হবে ভ্যাকসিনেশন কার্যক্রম। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন