‘ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে’

  23-02-2021 03:20PM



পিএনএস ডেস্ক: ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ছাত্রসমাজের পক্ষ থেকে ২৪ মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রীর ঘোষণা আমরা প্রত্যাখান করছি। আপনাদের এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য সর্বনাশা সিদ্ধান্ত। চলতি ফেব্রুয়ারির শেষের দিকে হোক কিংবা মার্চের শুরুতে; অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।

অবিলম্বে সকল হল খুলে দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাব এলাকায় আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে নুর এসব কথা বলেন। ছাত্র অধিকার পরিষদের আয়োজিত এ বিক্ষোভে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

নুর আরও বলেন, শিক্ষামন্ত্রীর গতকালকের ঘোষণার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কার্যক্রম চলছিল তা বন্ধ হয়ে গেছে। শিক্ষামন্ত্রীকেই ঘোষণা দিয়ে এসব শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে হবে।

ডাকসুর সাবেক ভিপি আরও বলেন, বিশ্বের কোনো দেশেই এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকেনি। তিনি দ্রুত শিক্ষক ও শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদানেরও আহ্বান জানান।

নুর বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনার প্রকোপ কম। দেশের বিভিন্ন খাতের কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। তাই অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।

নিজেদের উদ্যোগে তালা ভেঙে হলে প্রবেশ করা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের সমালোচনা করে নুর বলেন, ছাত্রসমাজকে নিয়ে খেলবেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানকে সিদ্ধান্ত নিতে দিন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন