ভালোবাসায় সিক্ত হলেন বাকৃবির বিদায়ী প্রক্টর ড. আজহারুল হক

  25-02-2021 11:50PM

পিএনএস ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ক্যাম্পাসে এ দায়িত্ব পালনে প্রায় ২৪ ঘন্টা সজাগ থাকতে হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে। সেক্ষেত্রে ক্যাম্পাসের অতন্দ্রী প্রহরী বললেও ভুল হবে না প্রক্টরকে। কিন্তু প্রায় সময়েই পত্র পত্রিকায় দেখা যায় শৃঙ্খলা রক্ষার কাজ করতে গিয়ে হঠকারী সিদ্ধান্ত কিংবা উত্তপ্ত মেজাজের কারণে অহেতুক ঝামেলায় পড়ে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টররা।

সেক্ষেত্রে একদমই ব্যতিক্রমী ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থী প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। দীর্ঘ দুই বছরের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীবান্ধব যুগান্তকারী কিছু পদক্ষেপে বাকৃবিকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় বলে জানান বিশ্ববিদ্যালয়ের অনেকেই। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে প্রক্টরের প্রশংসা করেছেন উপস্থিত সকলেই। এ সময় সফলভাবে পূর্ণমেয়াদ দায়িত্ব পালন করায় অভিন্দন ও তাঁর ভবিষ্যৎ জীবনের জন্যও শুভকামনা জানানো হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো লুৎফুল হাসান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. আশরাফুল হক, বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নুর আলী খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. রাকিবুল ইসলাম খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, সাবেক প্রক্টরবৃন্দ, প্রক্টরিয়াল বডির শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে নতুন প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করবেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক, ইন্ট্যারন্যাশনাল ডেস্কের পরিচালক, সহকারী প্রক্টরের দায়িত্বসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন