রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৪ জুন

  01-03-2021 07:49PM

পিএনএস ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৪ জুন।

সোমবার উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে ভর্তি উপকমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ জুন ‘সি’ ইউনিট, ১৫ জুন ‘এ’ ইউনিট এবং ১৬ জুন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন তিনটি পালায় (শিফট) সকাল সাড়ে ৯টা থেকে থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

প্রতি পালায় ১৫ হাজার করে মোট ৪৫ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৭ মার্চ দুপুর ১২টা থেকে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে শিক্ষার্থীদের। প্রাথমিক আবেদনে শিক্ষার্থীদের ইউনিট প্রতি খরচ হবে ৫৫ টাকা। প্রাথমিক আবেদন বাছাই শেষে ২৩ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত চূড়ান্ত আবেদন করতে হবে। এজন্য ইউনিট প্রতি খরচ পড়বে ১ হাজার ১০০ টাকা।

বিভাগ পরিবর্তনের সুযোগ থাকায় যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীরা তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, এবার ৮০টি এমসিকিউ প্রশ্নে এক ঘণ্টা সময়ে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে [www.ru.ac.bd] পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন