ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

  08-03-2021 10:37PM

পিএনএস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন শুরু হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন ও ভর্তি কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়েছে। আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকবে।

আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধনকালে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আজ বিকেল ৫টা থেকে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন করতে পারবে। এবার বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার্থীরা নিজ বিভাগীয় শহরের ভর্তি কেন্দ্র হিসেবে নির্বাচন করতে পারবেন। এর ফলে শিক্ষার্থী ও অবিভাবকদের হয়রানি কমবে।’



প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৫ জুন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন