হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

  29-03-2021 04:48PM

পিএনএ ডেস্ক : হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) ও মুসলমান সম্প্রদায়ের পবিত্র শবে বরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে টানা দুদিন পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফএজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, আজ ভারতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) এ উপলক্ষে ভারতীয়রা সকল ধরনের পণ্য রপ্তানি বা আমদানি বন্ধ রেখেছেন।

যার কারণে সোমবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে পূর্বের আমদানি করা পণ্য ছাড়করণসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু রয়েছে।

এছাড়াও মুসলমান সম্প্রদায়ের পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকায় এদিন বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

তবে বুধবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হবে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন