নির্ধারিত সময়েই হবে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা

  29-03-2021 07:05PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করলেও এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক (রোগনিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর) ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম সোমবার বলেন, ‘ভর্তি পরীক্ষা সময়মতো অনুষ্ঠিত হবে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক ঘণ্টার পরীক্ষা হবে এবং আমরা কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা করেছি।’

ডেন্টাল কলেজ ও ইউনিটের বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৩০ এপ্রিল ও এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা ২ এপ্রিল অনুষ্ঠিতের কথা রয়েছে।

২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ৪৭টি মেডিকেল কলেজে চার হাজার ৩৫০ জন এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আট হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তি নেয়া হবে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন